প্রতিবছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। প্রতি বছরের ন্যায় এ বছরও শিক্ষাবৃত্তি প্রদান করছে ডাচ্-বাংলা ব্যাংক।। সদ্য পাশ করা এসএসসি ২০২২ সালের শিক্ষার্থীদের জন্য এবারের বৃত্তি প্রদান করা হবে। ২০২২ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশীরা বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বার্ষিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ২৫০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা।
২০২২ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ, আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। (সরাসরি/ডাকযোগে/কুরিয়ারযোগে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না)।
http://app.dutchbanglabank.com/DBBLScholarship এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এখানে বিস্তারিত ব্যক্তিগত, ফ্যামিলি এবং একাডেমিক তথ্য দিয়ে আবেদন করতে হবে।
এসএসসি/সমমান বা এইচএসসি/সমমান পরীক্ষার নম্বর পত্র ও প্রশংসা পত্রের স্ক্যান কপি।
প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশঃ ২৯ ডিসেম্বর ২০২২