বুধবার (৯ আগস্ট) এক্সেল মুভিসের ইউটিউবে ‘ডন থ্রি’ সিনেমার টাইটেল প্রকাশ পেয়েছে। সেখানে ‘ডন থ্রি’ সিনেমায় শাহরুখ খানের পরিবর্তে রণবীর সিংকে দেখা যায়।
এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, শিডিউলের সময় দিতে না পারা ও গল্প পছন্দ না হওয়ায় ডন ফ্যাঞ্চাইজি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ খান। আর এর পরই নির্মাতারা শাহরুখের পরিবর্তে রণবীর সিংকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ৫ বছরের বিরতি নিয়ে ‘ডন-টু’ মুক্তি পায়। এই দুই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।