বিনোদন

ওয়েবসিরিজে জুটি বেধে আসছে তৌকির আহমেদ ও জাহিদ হাসান

জাহিদ হাসান ও তৌকীর আহমেদের শুরুটা কাছাকাছি সময়ে। টানা দুই দশকের অভিনয় রাজত্ব পেরিয়ে গেলো এক দশকে নির্মাণেও চমক দেখালেন তারা। ৯০ দশকের এই দুই তারকাকে নিয়ে এবারই প্রথম নির্মাণ হলো একটি ওয়েব সিরিজ। নাম ‘কে’।

এটি নির্মাণ করেছেন গৌতম কৈরী। স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে এটি উন্মুক্ত হবে ২০২৩ সালের জানুয়ারি মাসে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) আয়োজন করে এমনটাই জানালেন প্রযোজক শাহরিয়ার শাকিল। এ সময় নির্মাতা-প্রযোজক ও প্রধান দুই শিল্পীর সঙ্গে উপস্থিত ছিলেন সানজিদা প্রীতি, দিলরুবা দোয়েল, তানজিকা আমিন প্রমুখ। আরও ছিলেন গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলমসহ অনেকেই।

ঢাকা জিপি হাউসের ইনোভেশন ল্যাবে ওয়েব সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৌকীর আহমেদ বলেন, ‘রহস্যকেন্দ্রিক এই গল্প দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তা ছাড়া অনেক দিন পর আমি জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করলাম। গল্প, অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে কাজটি দর্শকদের পছন্দ হলে সবার পরিশ্রম সার্থক হবে।’

জাহিদ হাসান বলেন, ‘গল্পের প্রাথমিক প্লট শোনার পর আমার কাছে গল্পটি চমৎকার মনে হয়েছে। এই ওয়েব সিরিজে সাসপেন্স ও থ্রিল আছে। এ ছাড়া গৌতম খুবই গুছানো ও আন্তরিক পরিচালক। আমার মনে হয়, এটি সব ধরনের দর্শকের খুবই ভালো লাগবে। বায়োস্কোপকে ভালো কাজের সঙ্গে থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’
গৌতম কৈরী বলেন, ‘দুই দিকপাল অভিনেতাকে আমার প্রথম সিরিজে এক ফ্রেমে বন্দী করতে পেরেছি, এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *