খেলাধুলা

এনকুনকুর বদলি হিসেবে মুয়ানিকে দলে নিয়েছে ফ্রান্স

অনুশীলনে বাম হাঁটুর ইনজুরির কারণে আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকুর জায়গায় আরেক ফরোয়ার্ড আরেক খেলোয়াড় র‌্যান্ডাল কোলো মুয়ানিকে দলে নিয়েছে ফ্রান্স।

অনুশীলনে সতীর্থ এডুয়ার্ডো কামভিঙ্গার সাথে ধাক্কা লেগে হাঁটুর ইনজুরিতে পড়েন এনকুকু। পরে হাঁটুর এক্স-রে রিপোর্টে তার ইনজুরির ভয়াবহতা ফুটে উঠে। এতে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন এনকুকু।

চলমান বুন্দেসলিগায় ১৫ ম্যাচে ১২ গোল করে এখনো সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষে রয়েছেন ২৫ বছর বয়সী এনকুকু।

এনকুনকুর বদলি হিসেবে জার্মান বুন্দেসলিগায় এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের স্ট্রাইকার মুয়ানিকে দলে নিয়েছে ফরাসিরা। দেশের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছে মুয়ানি।
জার্মান বুন্দেসলিগায় দারুন ছন্দে রয়েছেন মুয়ানি। ফ্রাঙ্কফুর্টের হয়ে চলমান মৌসুমে ২৩ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। ১১টি অ্যাসিস্টও আছে তার।

মুয়ানির দলে অন্তর্ভুক্তি নিয়ে এক বিবৃতিতে ফ্রেঞ্চ ফেডারেশন জানিয়েছে, ‘বর্তমানে ফ্রাঙ্কফুর্ট ক্লাবের সঙ্গে জাপানে রয়েছেন মুয়ানি। বৃহস্পতিবার দোহায় জাতীয় দলের সাথে যোগ দিবেন তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *