সর্বশেষ স্কলারশিপ

এডিবি স্কলারশিপের আওতায় উচ্চশিক্ষা নিন জাপানে

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে দুইবছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সূর্যোদয়ের দেশ জাপান। এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সকল সদস্য দেশের নাগরিকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর ২০২৪ ।

এডিবি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে জাপান সরকার প্রতিবছর ৩০০ টিরও বেশি বৃত্তি দিয়ে থাকে। শিক্ষার্থীরা এনভায়রনমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজ, সাসটেইনেবিলিটি সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাবলিক পলিসি, আরবান ইঞ্জিনিয়ারিং, হিউম্যান এন্ড ইঞ্জিনিয়ার্ড এনভায়রনমেন্ট স্টাডিজ, স্বাস্থ্য বিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা বিভাগ, সমুদ্র বিজ্ঞান সহ পছন্দের বিভিন্ন বিভাগে ভর্তি হতে পারবেন।

সুযোগ-সুবিধা: 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ব্যয় ও হাউজিং ভাতা প্রদান করবে।
* এছাড়া থাকবে স্বাস্থ্য, ভ্রমণ ও বই ভাতা এবং নির্দেশনামূলক উপকরণ।

আবেদনের যোগ্যতা:
* এডিবিভুক্ত  দেশের নাগরিক হতে হবে।
* স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* আবেদনের সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। তবে সিনিয়র অফিসিয়াল ও ব্যবস্থাপক পর্যায়ের প্রার্থীর
ক্ষেত্রে এই বয়সসীমা ৪৫ পর্যন্ত হতে পারে।
* ডিগ্রি শেষ হওয়ার পরে প্রার্থীকে অবশ্যই দেশে ফিরে আসতে রাজি থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *