কলেজ বার্তা সর্বশেষ

একাদশ শ্রেনীর কলেজ ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৯ জানুয়ারি)। ওইদিন সকাল থেকে এ আবেদন শুরু হয়ে চলবে মঙ্গলবার (১০ জানুয়ারি) দিনগত রাত ১২টা পর্যন্ত। আগামী বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এ ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে।

রোববার (৮ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ৩১ ডিসেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এ ধাপে মোট ১৩ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলেন। তারা বিভিন্ন কলেজের ৭০ লাখ ২০ হাজারের বেশি আসন ‘চয়েস’ দিয়েছেন। প্রথম ধাপে কলেজ ভর্তির জন্য মনোনীত হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার ১১৪ জন শিক্ষার্থী। এরমধ্যে ১৭ জনের আবেদন গ্রহণযোগ্য হয়নি। সে হিসাবে আবেদন করেও কলেজ পায়নি ৭৯ হাজার ৫৩২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *