২০২২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় । আগামী ৭ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। সেন্ট যোসেফে শেষ হবে ১১ ডিসেম্বর । ভর্তির বিস্তারিত বিজ্ঞপ্তি কলেজের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ভর্তি প্রক্রিয়ার লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষার বিষয়গুলোর মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে- ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান।
ব্যবসায় শিক্ষা বিভাগে ইংরেজি, হিসবাবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ। এছাড়া মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি)।
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ১৫ এবং ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টায় পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।