কলেজ বার্তা বিদ্যালয় বার্তা সর্বশেষ

এই বছরেই বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে ইন্টারনেট সংযোগ : শিক্ষামন্ত্রী

এই বছরের শেষ নাগাদ দেশের  বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট কানেকশন দেওয়া হবে  বলে জানিয়েছন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০২২’ আনুষ্ঠানিকভাবে প্রকাশের অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০৩১ সাল পর্যন্ত বড় বিনিয়োগের একটি পরিকল্পনা করা হয়েছে। আইসিটি অবকাঠামো নিয়ে এখানে কথা হয়েছে। আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে কোলাবরেশনে কাজটি করছি। এ বছরের শেষ নাগাদ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট কানেকশন হয়ে যাবে। আশা করছি, সবগুলো প্রতিষ্ঠানে হবে, না-হলে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টার কানেকশন হয়ে যাবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাকের এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড মাইগ্রেশনের পরিচালক সাফি রহমান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *