বিনোদন

‘উনিশ ২০’ নিয়ে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

কয়েকদিন ধরেই শোবিজপাড়ায় শোনা যাচ্ছিলো প্রথমবারের মতো চরকির কোনো কনটেন্টে কাজ করছেন আরিফিন শুভ। সেই সাথে দীর্ঘদিন পর কোনো কাজে দেখা যাবে লাক্স তারকা আফসান আরা বিন্দুকে। সিনেমাটি নির্মাণ করবেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তবে এতদিন সিনেমার নাম ও অন্যান্য বিষয়ে না জানা গেলেও এবার জানা গেল বিস্তারিত।

সিনেমাটির নাম ‘উনিশ ২০’। আগামী বছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে চলছে সিনেমাটির চিত্রধারণ। সোমবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করেছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেওয়ার।’

দীর্ঘদিন পর কাজে ফিরছেন আফসান আরা বিন্দু। এই সিনেমার মধ্য দিয়ে তাকে স্ক্রিনে দেখবে দর্শক। কাজটি নিয়ে বিন্দু নিজেও ভীষণ রোমাঞ্চিত। তিনি বলেন, ‘৮ বছর ক্যামেরার সামনে নিজেকে সদ্যজাত শিল্পী মনে হচ্ছে। তবে পরিচালক, সহশিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে শুটের প্রথমদিন থেকেই যে ভালোবাসা-সম্মান পাচ্ছি তাতে আমি আপ্লুত। আগে যাদের সঙ্গে নিয়মিত কাজ হতো তাদেরকে আবার দেখে ভালো লাগছে। শিল্পী হিসেবে আপাতত আমি পরিচালকের কথা শুনে-মেনে কাজ করছি। বাকি কথা ওয়েব ফিল্ম মুক্তির পরে বলতে পারব।’

পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একটা ফান, গান, প্রেমের সিনেমা। ফিলগুড লাভ স্টোরি জনরার কাজ হবে এই সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *