বিজ্ঞান ও প্রযুক্তি সর্বশেষ

ই-লার্নিং প্লাটফর্ম চালু করলো ইয়্যুথ ক্যারিয়ার ইনস্টিটিউট

গত ৩ রা ডিসেম্বর (শনিবার), ২০২২ তারিখে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হলো ইয়্যুথ ক্যারিয়ার ইনস্টিটিউট-এর ই-লার্নিং প্লাটফর্ম।

যুবসমাজের ক্যারিয়ার নিয়ে কাজ করতে থাকা এই অর্গানাইজেশনটি নতুন এই যাত্রা শুরু করে ১১ জন অভিজ্ঞ মেন্টর নিয়ে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর ম্যানেজিং ডিরেক্টর- ড. বিকর্ণ কুমার ঘোষ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান- নাসরিন আফরোজ এবং অ্যাস্পায়ার টু ইনোভেট-এর প্রজেক্ট ডিরেক্টর- ড. দেওয়ান মাহমুদ হুমায়ূন কবির।

ইয়্যুথ ক্যারিয়ার ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতা রুহুল আরেফিন দিপু বলেন

এই আয়োজনের মাধ্যমে উন্মোচিত হয়েছে ই-লার্নিং প্লাটফর্মটির ওয়েবসাইট ও মোবাইল আ্যাপ, যা দ্বারা খুব সহজেই যেকোনো শিক্ষার্থী অনলাইন কোর্স-এ ভর্তি হয়ে অভিজ্ঞ ও দেশসেরা প্রশিক্ষকদের প্রশিক্ষণে দক্ষতা বিকাশ করতে পারবে। ইয়্যুথ ক্যারিয়ার ইনস্টিটিউট-এর এই ই-লার্নিং প্লাটফর্মটি দেশের শিক্ষিত বেকারের হার কমিয়ে, একটি দক্ষ ও সৃজনশীল যুবসমাজ তৈরি করতে সক্ষম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *