আইভেরিকোস্ট এর জনপ্রিয় ফুটবলার ও চেলসি কিংবদন্তি দিদিয়ের দ্রগবা খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্গ্রম গ্রহণ করেছেন, বিশ্বজুড়ে জনপ্রিয় কয়েকটি গণমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছিল
মূলত দ্রগবার মোনাজাত করার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেটি নিয়েই ছড়িয়ে পড়ে গুঞ্জন। এমনকি ‘গোলডটকম’-এর মতো জনপ্রিয় সংবাদমাধ্যমের ফরাসি সংস্করণেও ছাপা হয় এমন খবর।
কিন্তু অবশেষে এই বিষয়ে মুখ খুললেন দ্রগবা নিজেই। তার টুইটারে একাউন্টে সাবেক এই ফুটবলার লিখেছেন, ‘এই সংবাদ ভাইরাল হয়ে গেলো? কিন্তু আমি তো ধর্ম পরিবর্তন করিনি। এটা শুধু আমার মুসলিম এক ভাইকে সম্মান জানাতে আমার গ্রামে করেছিলাম (মোনাজাত)। এটা একতার এক মুহূর্ত। সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা।’
কয়েকদিন আগে দ্রগবা তার দেশ আইভরিকোস্টের একটি গ্রামে মুসলিম বন্ধুদের সঙ্গে দেখা করতে যান। সেখানে সে সময় বন্ধুদের সঙ্গে মোনাজাতে অংশ নেন দ্রগবা। আর সেই মুহূর্তের এক ছবি ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে