স্কলারশিপ

ইসলামিক ইউনিভার্সিটি মদিনায় সম্পূর্ণ স্কলারশিপে স্নাতকে অধ্যায়নের সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সৌদি আরবের ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন চলমান রয়েছে।

ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা সৌদি আরবের মদিনার অন্যতম শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়।১৯৬১ সালে সউদি সরকারের একটি রাজকীয় ফরমান জারির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়টি ওয়াহাবি–সালাফি মতাদর্শ ধারণ করে এবং বিশ্বজুড়ে সালাফিবাদী ধর্মতাত্ত্বিক, পণ্ডিত ও প্রচারকদের ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতার হার ৩৪%। বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর যোগ্য প্রার্থীদের অনুদান এবং বৃত্তি প্রদান করে থাকে।

স্কলারশিপের আওতায় বিষয়সমূহঃ-  
• পদার্থবিদ্যা বিভাগ
• রসায়ন বিভাগ
• গণিত বিভাগ

প্রয়োজনীয় নথিপত্র
(১) পাসপোর্ট,জন্ম সনদ এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি
(২)উচ্চ মাধ্যমিক/জিসিএসই/এ-লেভেল এর সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট।
(৩)আচরণের সনদ।

যোগ্যতাসমূহঃ- 
• আবেদনকারীকে মুসলিম ছাত্র হতে হবে।
• মেডিকেল ফিট হতে হবে।
• পরীক্ষা এবং সাক্ষাত্কারে উত্তীর্ণ হতে হবে।
• উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ।
• স্ট্যাডি গ্যাপ পাঁচ বছরের কম হতে হবে।
• বয়স ১৭-২৫  বছরের মধ্যে হতে হবে।
• আবেদনকারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলার অঙ্গীকার করতে হবে।
স্কলারশিপ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের জন্য নির্বাচিত হলে গৃহীত শিক্ষার্থীকে অবশ্যই তার আসল কাগজপত্র সৌদি দূতাবাস দ্বারা সত্যায়িত করে আনতে হবে। যদি তার দেশে সৌদি দূতাবাস না থাকে, তাহলে তার নথিপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত কর্তৃপক্ষের দ্বারা সত্যায়িত করতে হবে।

সুযোগ-সুবিধাসমূহ  

• ভর্তির সময় এবং প্রতিটি শিক্ষাবর্ষের শেষে বিনামূল্যে একটি বিমানের টিকিট ।
• মাসিক ভাতা।
• একাডেমিক ফলাফল ভালো করলে অতিরিক্ত ভাতা প্রদান।
• আবাসন ব্যবস্থা।
• মাসিক ফিতে বিশ্ববিদ্যালয়ে্র ক্যান্টিনে খাবার প্রদান।
• বিশ্ববিদ্যালযয়ের হাসপাতালে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা।
• প্রতিদিন বিনাখরচে নবীর মসজিদে যাওয়া-আসা এবং বিনামূল্যে ওমরাহ (কম তীর্থযাত্রা) হজ্জ করার সুযোগ প্রদান করবে।
• এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড, প্রশিক্ষণ এবং ক্রীড়া সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়াঃ- 
আবেদনকারীকে অবশ্যই আরবি বা ইংরেজি ভাষায় সমস্ত নথি সংযুক্ত করতে হবে। ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনার স্কলারশিপের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।  আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://enweb.iu.edu.sa/site_Page/31693

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *