বিদ্যালয় বার্তা সর্বশেষ

ইংরেজিতে ক্লাস নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষকদের দেওয়া হচ্ছে প্রশিক্ষন

প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষার মান বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শিবগঞ্জের ইউএনও আবুল হায়াত। ব্যক্তিগত উদ্যোগে কাজের অবসরে ২০ জন শিক্ষককে নিজেই প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। এতে শিক্ষকদের দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ইংরেজি জ্ঞান অর্জন হবে। পর্যায়ক্রমে এ উপজেলার ২৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজিতে ক্লাসে পাঠদান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ইউএনও।

শিক্ষকেরা বলছেন, দক্ষ প্রশিক্ষকেরা শিক্ষকদের বাছাই করে ইংরেজির প্রশিক্ষণ দেন। এরপর শিক্ষক সাধ্যমতো ক্লাসে ইংরেজিতে পাঠদান করেন। ইউএনও যদি প্রশিক্ষণ অব্যাহত রাখেন ও মনিটরিং করেন, তবে সবাই উপকৃত হবে। যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার। ইউএনও যতক্ষণ প্রশিক্ষণ দিয়েছেন একটিও বাক্য বাংলায় উচ্চারণ করেননি।

ধোবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এহসানুল আবেদিন বলেন, তিনজন ইংরেজির শিক্ষক ট্রেইনারদের উপজেলা টিচার্স রিসোর্স সেন্টারে প্রশিক্ষণ দিই। যারা পাঠদানে মনোযোগী ও দক্ষ তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ নিয়ে তাঁরা নিজ স্কুলে গিয়ে পাঠদান করেন। তবে ইংরেজি ক্লাসে শতভাগ পাঠদান নিশ্চিত করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *