২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে প্রথম দফায় অবিক্রিতই ছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তবে দ্বিতীয় দফায় দল পেয়েছেন সাকিব। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে দেখা যাবে তাকে।
সাকিবকে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে তার পুরোনো ক্লাব কেকেআর। এ নিয়ে অষ্টমবারের মতো কলকাতায় খেলতে যাচ্ছেন সাকিব। ২০১১ সাল থেকে নিয়মিত খেলেছেন দলটিতে। ২০১২ ও ২০১৪ সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের সুপারস্টার।
আইপিএলের নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় তাদের দুজন বাদ পড়েন