দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বর্তমানে বলিউডেও কাজ করছেন তিনি।ইতোমধ্যে সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। তবে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না রাকুলের।
সম্প্রতি মাদক এবং মানিলন্ডারিং বিতর্কে আবারও বিপাকে পড়েছেন তিনি। তাকে মানিলন্ডারিং মামলায় ফের তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ইডির কর্মকর্তারা গণমাধ্যমে জানান, রাকুলকে সোমবারের (১৯ ডিসেম্বর) মধ্যে ইডির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
২০১৭ সালে তেলেঙ্গানায় সংগীতশিল্পী ক্যালভিন মাসকারেনহাস এবং আরো দুই জনের কাছ থেকে ৩০ লাখ রুপির মাদক উদ্ধার করে শুল্ক দপ্তর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পরবর্তীতে মানি লন্ডানিং মামলায় এর তদন্ত শুরু করে। ঘটনায় নাম জড়ায় রাকুল প্রীত সিং, রবি তেজা, চার্মি কৌর, রানা দাগুবাতি, তেলেগু পরিচালক পুরী জগন্নাথসহ ১১ জন অভিনেতা-অভিনেত্রীর। তাদের প্রত্যেককেই ২০২১ সালে জেরা করে ইডি।