বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

আবারো ফাঁস হলো ইবি উপাচার্যের অডিও

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কথোপকথনের একের পর এক অডিও ফাঁস হচ্ছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্যের আরেকটি ফোনকলের বথোপকথন ছড়িয়ে পড়েছে। ফাঁস হওয়া উপাচার্যের এসব কথোপকথনে অনিয়ম-দুর্নীতির চিত্র উঠে এসেছে বলে অভিযোগ করেছেন নিয়োগপ্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত চার দিনে ইবি উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কণ্ঠসদৃশ কয়েকটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদ, তাঁকে সাবেক ছাত্রলীগ নেতাদের অবাঞ্ছিত ঘোষণা, জিডি করাসহ বিভিন্ন ঘটনা ঘটেছে। এর মধ্যেই রোববার ‘অনিবার্য কারণ’ দেখিয়ে তিনটি নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করেছে কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *