বিনোদন

আবারও পর্দায় আসছে ‘সিংহাম’

বলিউড অভিনেতা অজয় দেবগন ‘দৃশ্যম ২’ ছবির জন্য লাইমলাইটে ছিলেন। ২০১৫ সালের ছবি ‘দৃশ্যম’ এর এ সিক্যুয়েলটি দর্শকদের কাছ থেকে প্রচুর সাড়া পায়। এরই মাঝে অভিনেতার আরেকটি ছবি প্রকাশ্যে এসেছে। রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম এগেইন’। ইতোমধ্যেই এই ছবি নিয়ে বলিউড অঙ্গন থেকে বড় খবর শোনা যাচ্ছে।

সম্প্রতি ‘সিংঘম এগেইন’ ছবির কথা ঘোষণা করে টুইট করেছেন তরণ আদর্শ। তিনি লিখেছেন, ‘এক্সক্লুসিভ… অজয় ​​দেবগণ-রোহিত শেঠি ‘সিংঘম এগেইন’-এর জন্য এক হচ্ছেন। ‘ভোলা’র কাজ শেষ করে এটা নিয়ে এগোবেন অজয়।’

অজয় দেবগন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দৃশ্যম টু’। ভারত জুড়ে মোট ৩ হাজার ৩০২টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে এটি। বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে বলিউড বক্স অফিসে কিছুটা স্বস্তি ফিরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *