৩০ নভেম্বর কলকাতার সুপারস্টার জিৎ নতুন সিনেমার ঘোষণা দেন। যেটার নাম ‘মানুষ’। পরিচালনায় কলকাতা বা ভারতের কেউ নয়, বরং বাংলাদেশের তরুণ নির্মাতা সঞ্জয় সমদ্দার। তবে সিনেমায় নায়িকা কে হচ্ছেন, সেদিন তা জানানো হয়নি।
দুই সপ্তাহ পর এলো নায়িকা সংবাদ। এখানেও চমকে দিলেন টলিউডের ‘বস’। জানালেন, তার এই সিনেমায় নায়িকা হচ্ছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জিতের প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে ছবির মূল চরিত্রের নামগুলো ঘোষণা করা হয়েছে। সেখানেই জ্বলজ্বল করছে মিমের নামটি।
জিতের প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল পেজের ওই ঘোষণাটি নিজের টাইমলাইনে শেয়ার করার পর জিতের সঙ্গে একটি ছবিও আপলোড দিয়েছেন মিম। সাম্প্রতিক সময়ে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘আমার পরবর্তী কাজ মানুষ, যা মুক্তি পাবে আগামী রোজার ঈদে।’