বিদ্যালয় বার্তা সর্বশেষ

আজকের শিশুরা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কান্ডারি :প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, স্বাধীনতা দিবসে আমরাতো রক্ত দিতে পারিনি। কাজেই যে যে সেক্টরে দায়িত্বে আছি, সবাই নিজের মনে করে দেশ ও মাটি মানুষের জন্য আত্মনিয়োগ করবো এবং এটাই আমাদের প্রত্যাশা।  আজকের শিশু শিক্ষার্থীরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কান্ডারি।

রোববার (২৬ মার্চ) সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চৌধুরী গহওরুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই ও শিক্ষা উপকরণ দিচ্ছেন। এছাড়া উপবৃত্তি দেয়া হচ্ছে। বিভিন্ন সহযোগিতার মধ্যে দিয়ে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আজকের ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়া তোলা হবে। সেই স্মার্ট বাংলাদেশের সুবিধা ভোগ করবে এখনকার ছোট শিশু শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *