কানপুর টেস্টের একদিন বাকি। দুপুরে অনুশীলন করবে বাংলাদেশ। হুট করে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, সংবাদ সম্মেলনে আসবেন সাকিব আল হাসান। যেখানে সাধারণত আসেন অধিনায়ক কিংবা কোচ। তাহলে কি অবসরের ঘোষণা আসবে? এমন আলোচনাই সত্যি হলো কানপুরে।
স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে গ্রিনপার্ক স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আসেন সাকিব। নিজের ক্যারিয়ারের পরিকল্পনা নিয়ে বলতে গিতে বিশ্বসেরা অলরাউন্ডার জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ।
এখানে আবার যদি কিন্তু আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি সাকিবকে দেশে যাওয়ার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে তবে তিনি যাবেন। আর না হয় ভারতের বিপক্ষে কানপুর টেস্ট হবে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। আগামীকাল ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে কানপুর টেস্ট।