বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

অতিরিক্ত ফি নেওয়ায় আন্দোলনে বিএম কলেজের শিক্ষার্থীরা

অতিরিক্ত ফি মওকুফের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়েছে বরিশালের সরকারি বি.এম কলেজ। আজ বৃহস্পতিবার এই আন্দোলনের ডাক দেয় বি.এম কলেজের ভুক্তভুগী শিক্ষার্থীরা। অবশেষে টানা ৬ ঘণ্টা আন্দোলনের পর কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নিলে আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

কলেজ সূত্রে জানা যায়, বরিশালের সরকারি বি.এম কলেজে অনার্স ৩য় বর্ষের ইনকোর্স এবং টেস্ট পরীক্ষার ফি ধরা নির্ধারণ করা হয়েছিল ৬০০ টাকা। করোনা কালীন সময়ে ২য় বর্ষে ৬০০ টাকা মওকুফ করা হয়। সেই মওকুফকৃত টাকা ৩য় বর্ষে এসে আদায় করার জন্য কলেজ কর্তৃপক্ষ, ৩য় বর্ষের ফি এর সাথে উক্ত টাকা আদায় করার সিদ্ধান্ত নিয়েছে।

কিন্তু শিক্ষার্থীরা দাবি করেছেন, যেই টাকা একবার মওকুফ করা হয়েছে সেই টাকা তারা পুনরায় আবার পরিশোধ করবেন না। আন্দোলনকৃত শিক্ষার্থীরা দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধিকে জানান, যেটা ন্যায্য ফি কলেজ কর্তৃপক্ষ সেটা নিবেন তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু প্রশাসন কেনো অতিরিক্ত ফি নিবে? আমরা অতিরিক্ত ফি দিতে পারবো না।

অতঃপর দীর্ঘ ৬ ঘণ্টা টানা আন্দোলন চালিয়ে যাবার পর কলেজ প্রশাসন নড়ে চড়ে বসে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের আশ্বস্থ করে তাদের দাবি দাওয়া মেনে নেন এবং ৬০০ টাকা ফি সম্পূর্ণ মওকুফ করার সিধান্ত ঘোষণা করেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীরা বরাবরই দাবি করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে প্রতি বছর অন্যান্য কলেজের তুলনায় বি এম কলেজে পরীক্ষার অতিরিক্ত ফি ধার্য করা হয়। প্রতিবছরই অতিরিক্ত ফি নিয়ে আন্দোলন করতে হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের প্রত্যাশা তারা এর সুষ্ঠু সমাধান পাবেন।

সূত্র : টিডিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *